<p>বরগুনার পাথরঘাটায় বন্য শূকরের আক্রমণে নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার গাববাড়িয়া ও টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>আহতরা হলেন- গাববাড়িয়া গ্রামের মো. বেলায়েত মীর (৫৫), তার ছেলে মো. ইব্রাহিম মীর (৩২), একই গ্রামের হাসান মীরের স্ত্রী ছকিনা বেগম (৪২) ও টেংরা গ্রামের সাইকুল (২৩)।</p> <p>বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বনে খাদ্যের সংকটে শূকরের দল লোকালয়ে গিয়ে খাবার সংগ্রহ করে। এ সময় বন্য শূকরের দল কৃষকের জমির ফসলের ক্ষতি করে।</p> <p>পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশিদা তানজুম হেনা জানান, আক্রান্তদের শরীরের বিভিন্ন অংশে শূকর দাঁত দিয়ে কামড়ে বড় ক্ষত তৈরি করেছে। আহতদের মধ্যে মো. বেলায়েত মীরের হাতের রগ ছিঁড়ে গেছে। এ কারণে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p>পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাফিউল হাসান বলেন, ‘জলাতঙ্ক সংক্রমণের ভয় থাকলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p>বন বিভাগের পটুয়াখালী বিভাগীয় কর্মকর্তা মো. সফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, সংরক্ষিত বনের ওই শূকর হত্যা বেআইনি। মানুষকে সচেতন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আক্রান্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।</p>