<p>রাজশাহী নগরীতে আবাসন ব্যবসার নামে প্রতারণা করে কোটিপতি বনে যাওয়া সেই মোস্তাফিজ এবার জমি ও ফ্ল্যাট ক্রেতাদের হুমকি দিচ্ছেন। প্রতারণার বিষয়টি নিয়ে মুখ খুললে জমির মালিকদের ফ্ল্যাট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিচ্ছেন। এদিকে ভবন নির্মাণে অনিয়ম ও আবাসন ব্যবসায়ী না হয়েই বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বিক্রির ঘটনার কারণ জানতে দুটি চিঠি দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। গত বৃহস্পতিবার চিঠি দুটি দেওয়া হয়।</p> <p>ভবন নির্মাণের জন্য জমি দেওয়া নগরীর রাজারহাতা এলাকার ওয়ালিউর রহমান বাবু কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের তিন কাঠা জমির ওপর বাড়ি ছিল সেটি ভেঙে ফেলেছেন মোস্তাফিজ। কিন্তু তিন বছরেও ওই বাড়ির কাজ শুরু করতে পারেননি তিনি। এসব নিয়ে মিডিয়ার সামনে কথা বলায় আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।’</p> <p>জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। নিয়ম মেনেই আমি ব্যবসা করছি। আমার সব ডকুমেন্ট আছে। কোনো কিছুই অনিয়মের মধ্যে হয়নি।’</p> <p>এসব বিষয়ে জানতে চাইলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অথোরাইজড কর্মকর্তা আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বলেন, ‘গ্রিন প্যালেস ও গ্রিন মনোয়ারা প্যালেসকে নকশার বাইরে অতিরিক্ত অংশ ভেঙে ফেলার জন্য চিঠি দেব। প্রাথমিকভাবে তাদের কারণ দর্শানোর চিঠি দিয়েছি। আমরা দুটি চিঠি দিয়েছি। এর মধ্যে একটি দিয়েছি ওই ভবন দুটির জমির মালিকদের। আরেকটি দিয়েছি আবাসন ব্যবসায়ী না হয়েই বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট ব্যবসার নামে প্রতারণা করায় মোস্তাফিজকে।’</p>