<p style="text-align: justify;">পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। </p> <p style="text-align: justify;">আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।</p> <p style="text-align: justify;">তিনি বলেন, পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সোমবার হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। </p> <p style="text-align: justify;">এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।</p>