<p style="text-align: justify;">দিনাজপুরের চিরিরবন্দরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align: justify;">নিহত রাকিব হোসেন (১৩) চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর নয়াপাড়া গ্রামের খায়রুল আলমের ছেলে। সে বড় হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।</p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানায়, রাকিবসহ তিন বন্ধু মিলে পার্শ্ববর্তী মেড়াইডাঙ্গা গ্রামে মাহফিলে গিয়েছিল। মাহফিল শেষ করে হেঁটে বাড়ি ফেরার পথে বিন্যাকুড়ি বাজারের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে রাকিব মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align: justify;">চিরিরবন্দর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাকির হোসেন বলেন, এ ঘটনায় চালকসহ মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।</p>