<p>শিশু পার্ক নির্মাণ করতে শহরের প্রবেশদ্বার অরনখোলার হারুখালী মাঠের ভাগাড় পরিষ্কার করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি গালিবুর রহমান শরীফ।</p> <p>আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ‘নিয়েছি শপথ গড়ব দেশ, পরিচ্ছন্ন রাখব বাংলাদেশ’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি-২৪ উদ্বোধন করেন এমপি গালিব।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, দাশুড়িয়ার দিক থেকে ঈশ্বরদী শহরের প্রবেশমুখে ভাগাড়টি ছিল মানুষের কাছে বিষের নিঃশ্বাসের মতো। নাক ও মুখ বন্ধ করে জনসাধারণকে করতে হতো চলাচল। হারুখালী মাঠ থেকে ভাগাড়টি সরিয়ে নেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবির প্রেক্ষাপটে পৌরসভার উদ্যোগে গত বছর ভাগাড়টি সরিয়ে ফেলা হয়। কিন্তু আগের ময়লা ও পলিথিন এবং আবর্জনায় ভাগাড়টি অপরিষ্কার-অপরিচ্ছন্নই থেকে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম সংসদ অধিবেশন থেকে ফিরেই গালিবুর রহমান শরীফ সেই নোংরা হারুখালী মাঠটি নিজ হাতে পরিষ্কার করেন।</p> <p>স্থানীয়রা জানান, নেতাকর্মী ও মেয়রকে সঙ্গে নিয়ে এমপি গালিবুর রহমান শরীফ নিজ হাতে অরনখোলার হারুখালীর ভাগাড়ের ময়লা পরিষ্কার করেছেন। এটি একটি মহৎ উদ্যোগ। বিদেশে লেখাপড়া করায় সেখানকার সভ্য সংস্কৃতি ধারণকারী তারুণ্যোজ্জ্বল এমপি গালিবুর রহমান শরীফ জনসাধারণের জন্য স্বস্তিদায়ক ঈশ্বরদী গড়ে তুলতে পারবেন। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েই নিজের নির্বাচনী আসনের সমস্যা ও সম্ভাবনার কথা প্রথম অধিবেশনেই সংসদে উপস্থাপন করেন। আর সংসদ অধিবেশন থেকে ফিরেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নিজ হাতে কাজ শুরু করেছেন তিনি।</p> <p>পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব জানান, হারুখালী মাঠের দুর্গন্ধ দূর করতে এমপি গালিবুর রহমান শরীফ পৌরসভার মেয়রসহ ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নিজ হাতে পরিষ্কারের কাজ করেন। ভাগাড়ে পড়ে থাকা সব পলিথিন গুছিয়ে একত্রে পুড়িয়ে ফেলা হয়। অন্যান্য ময়লা পৌরসভার নির্ধারিত ভাগাড়ে নিয়ে ফেলা হয়।</p> <p>ঈশ্বরদী পৌরসভার মেয়র মো. ইছাহক আলী মালিথা জানান, দীর্ঘদিনের দুর্গন্ধযুক্ত হারুখালী মাঠটি এমপি গালিবুর রহমান শরীফ আমাদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন। দুর্গন্ধযুক্ত হারুখালীর ভাগাড়টি দুর্গন্ধহীন হবে। শিশুদের বিনোদনের লক্ষ্যে একটি শিশু পার্ক করার পরিকল্পনা পৌরসভা থেকে গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে এমপি গালিবুর রহমান শরীফের সঙ্গে আলোচনা হয়েছে।</p> <p>এ সময় ঈশ্বরদী পৌরসভার মেয়র মো. ইছাহক আলী মালিথা, প্যানেল মেয়র আবুল হাশেম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন মল্লিক তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ ও পৌরসভার অন্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।</p>