<p>ফরিদপুরে বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মারধরের ঘটনায় সোবহান মন্ডল (৬৪) নামে এক ব‌্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত সোবহান মন্ডল ফ‌রিদপুর সতর উপ‌জেলার কৈজুরী ইউ‌নিয়‌নের মুরারীদহ গ্রামের মৃত মদন মন্ডলের ছেলে। আজ সোমবার সকাল ১১টার দিকে ওই গ্রামে এ ঘটনাটি ঘটে।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নিহতের স্ত্রী বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে প্রতিবেশী কছিমুদ্দিনের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। ওই বাগানের জায়গা নিয়ে উভয় পক্ষের মামলা রয়েছে। এ সময় স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়।</p> <p>এর জেরে আজ সোমবার সকাল ১১টার দিকে নিহত সোবহান মন্ডল বাড়ির পাশের মুরারঅদহ চিড়ার মিল বাজারে চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু রবিবারের ঘটনার জন্য সোবহানকে দায়ী করে গালিগালাজ করে। এক পর্যায়ে বৃদ্ধকে কিলঘুসি ও মারধর করে রাজু পালিয়ে যায়। এতে সোবহান অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোবহানকে মৃত ঘোষণা করেন।</p> <p>নিহতের ছেলে সাইফুল মন্ডল অভিযোগ করে বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়েছে। দোষীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।</p> <p>কোতয়ালী থানার ওসি হাসানুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাগানের পাতা পরিষ্কার ও জায়গাজমি নিয়ে মুরারীদহ গ্রামে  এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে হাসপাতালে লাশের সুরতহালসহ ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগসহ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>