<p>চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকায় কথা কাটাকাটির জের ধরে বেলাল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার  দিকে ঝাউতলা রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।</p> <p>খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ কালের কণ্ঠকে বলেন, খুলশী থানার ঝাউতলা রেল স্টেশন এলাকায় বেলাল নামের এক যুবক কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে কেন খুন করা হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া কারা জড়িত তা খোঁজে বের করে গ্রেপ্তার করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।</p> <p>স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝাউতলা স্টেশন এলাকার একটি এতিমখানার নারিকেল গাছ থেকে ডাব পারছিলেন কয়েকজন যুবক। তখন বেলাল তাদেরকে গাছ থেকে ডাব পারতে নিষেধ করেছিলেন। এ সময় তার সঙ্গে কয়েকজন যুবকের তর্ক হয়। তার জের ধরেই বেলালকে কুপিয়ে খুন করে পালিয়ে গেছেন তারা। নিহত বেলাল সিএনজি অটোরিকশা চালক বলে জানা গেছে। ঘটনায় জড়িত যুবক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের অনুসারী বলে জানা গেছে।</p>