<p>ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মফিজুর রহামন বাবুল নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণা করা হয় ওই দিন গভীর রাতে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির নির্বাচন পরিচালনা কমিটি ২২০৪-এর নির্বাচনী অফিসার অ্যাডভোকেট মো. ইসমাইল মিয়া স্বাক্ষরিত বিবরণী থেকে ফলের তথ্য পাওয়া যায়।</p> <p>সভাপতি কামরুজ্জামান মামুন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কামরুজ্জামান মামুন-সামসুজ্জামান চৌধুরী কানন প্যানেল থেকে এবং সাধারণ সম্পাদক বাবুল আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সারওয়ার ই আলম-মফিজুর রহমান বাবুল প্যানেল থেকে বিজয়ী হন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ সাতজন এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ সাতজন বিজয়ী হন। এ ছাড়া সদস্য পদে আওয়ামী লীগের এক ‘বিদ্রোহী’ প্রার্থী বিজয়ী হন।</p>