<p>ফরিদপুরের ভাঙ্গায় একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখার কর্মচারী আতিকুর রহমানের (৩০) কাছ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ছিনতাইয়ের সময় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করলেও আসামিরা পালিয়ে গেছে।</p> <p>ছিনতাইয়ের শিকার আতিকুর জানান, তিনি রবিবার ভাঙ্গা পৌর শহরের ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে পুকুরিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় নেওয়ার উদ্দেশ্যে মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাসে ওঠেন। বাসটি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া স্ট্যান্ডের একটি তেলের পাম্পের কাছে পৌঁছলে গাড়ির সামনে একটি কালো রঙের মাইক্রোবাস থামে। ওই মাইক্রোবাস থেকে দুজন লোক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে উঠে আসামি খুঁজতে থাকে। এরপর আতিকুরকে জোর করে মাইক্রোবাসে তুলে চোখ ও দুই হাত বেঁধে প্রচণ্ড মারধর করে। পরে তারা আতিকুরকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার ঝাঁটুরদিয়া বাজারের একটু সামনে নির্জন স্থানে ফেলে টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।</p> <p>এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছি। ওই ব্যক্তির টাকা উদ্ধারের সব ধরনের চেষ্টা করা হচ্ছে। ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আসামিরা মাইক্রোবাস ছেড়ে পালিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে।’</p>