<p>সিরাজগঞ্জের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। কনকনে ঠাণ্ডার সঙ্গে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।</p> <p>বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। </p> <p>আজ সোমবার সকালে জেলার বাঘাবাড়ি আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এরপর বেলা ১২টার দিকে প্রথমে প্রাথমিকে এই ছুটি ঘোষণা করা হয়। পরে দেড়টার দিকে জেলার মাধ্যমিক স্তরের ৫৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান দু’দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।</p> <p>সিরাজগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান বলেন, ‘সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার মোট ১ হাজার ৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।’</p> <p>সিরাজগঞ্জের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী বলেন, ‘আমি সবসময় খোঁজ রাখছি তাপমাত্রা কত ডিগ্রিতে অবস্থান করছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সবগুলো মাধ্যমিক স্তরের (দাখিল মাদরাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠান দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।<br />  </p>