<p style="text-align: justify;">জাতীয় পার্টি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকেই ভাঙনের ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টিতে ভাঙনের কোনো আশঙ্কা নেই, নির্বাচনের পর যাঁরা ভুল বুঝেছিলেন, তাঁরা পরে তাঁদের ভুল বুঝতে পেরেছেন।’</p> <p style="text-align: justify;">আজ শনিবার রংপুর নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদে সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align: justify;">জাতীয় সংসদে বিরোধী দল হওয়ার বিষয়ে কাদের বলেন, ‘বিরোধী দল বিষয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের রেজুলেশনের সিদ্ধান্ত স্পিকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি সংসদ বসার আগেই আইন অনুযায়ী জাতীয় পার্টিকে বিরোধী দল করা হবে।’</p> <p style="text-align: justify;">এ সময় তাঁর সাথে ছিলেন দলটির কো-চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রাজ্জাকসহ নেতারা।</p>