<p>ঢাকার কেরানীগঞ্জে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির দায়ে চার মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের-১০ এর ভ্রাম্যমাণ আদালত।</p> <p>র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে  জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।</p> <p>অভিযানে  জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চারজন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাদ বেপারীকে ২৫ হাজার  টাকা, নান্নু চৌকিদারকে ২৫ হাজার টাকা, সাগর হোসেনকে ২৫ হাজার ও আলী হোসেনকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন।</p> <p>এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকা মূল্যের ২ হাজার ৭৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করে এবং জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।</p>