<p>চাঁদপুর-১ কচুয়া আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫১ হাজার ৩৮৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চেয়ার প্রতীকের সেলিম প্রধান। প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৩৪।</p> <p>চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮৫ হাজার ৯৯৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের এম. ইসফাক আহসানের প্রাাপ্ত ভোট ২১ হাজার ৩৩৫।</p> <p>চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী বর্তমান সংসদ সদস্য ডা. দীপু মনি। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৫ হাজার ৬৬৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের ড. শামছুল হক ভূঁইয়া। প্রাপ্ত ভোট ২৪ হাজার ১৫৯।</p> <p>চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ সফিকুর রহমান। তার প্রাপ্ত ভোট ৩৬ হাজার ৪৫৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের ড. শামছুল হক ভূঁইয়া। প্রাপ্ত ভোট ৩৫ হাজার ৪২৫।</p> <p>চাঁদপুর-৫ হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনে বিজয়ী হয়েছেন- নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ৮৩ হাজার ২৮৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাইনউদ্দিন। প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৬৩৮।</p>