<p>কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে তিন আসনে নৌকা প্রতীকের প্রার্থী এবং অপর আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিজয়ী হয়েছেন।</p> <p>কক্সবাজার-১ (চকরিয়া, পেকুয়া) আসনে হাতঘড়ি প্রতীক নিয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম পেয়েছেন ৮১ হাজার ৯৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র এমপি প্রাথী মো. জাফর আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট।</p> <p>কক্সবাজার-২ (মহেশখালী, কুতুবদিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি আশেক উল্লাহ রফিক পেয়েছেন ৯৭ হাজার ৩৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম প্রাথী মো. শরিফ বাদশাহ নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট। </p> <p>কক্সবাজার-৩ (সদর, রামু এবং ঈদগাহ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মিজান সাঈদ ঈগল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট। </p> <p>কক্সবাজার-৪ (উখিয়া, টেকনাফ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি শাহীন আক্তার পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৭২৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো নুরুল বশর পেয়েছেন ২৯ হাজার ৯২৯ ভোট।</p>