<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ঢাকা-৫ আসনের আটটি কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ভোটারদের মধ্যে নারীদের তুলনায় পুরুষ ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। </p> <p>আজ রবিবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায়, ভোটারদের চেয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি অনেক বেশি। মূলত নৌকা ও ট্রাক মার্কার লোকজন‌ই বেশি ছিল। সকাল ১০টা পর্যন্ত এখানে ভোটারদের উপস্থিতি খুব বেশি লক্ষ করা যায়নি। </p> <p>নৌকার পোলিং এজেন্ট মো. রিসান ভোটারদের কম উপস্থিতি সম্পর্কে কালের কণ্ঠকে বলেন, ‘সকাল তো তাই ভোটার এখনো কম। আশা করি আস্তে আস্তে বাড়বে।’ </p> <p>ট্রাক ও ঈগল মার্কার পোলিং এজেন্টরা ভোটের পরিবেশ ঠিকঠাক আছে বলে জানান। কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে ট্রাকের পোলিং এজেন্ট জুয়েল রানা বলেন, ‘সো ফার ফাইন (এখন পর্যন্ত ভালো)। কোনো সমস্যা নেই।’ </p> <p>রাজধানীর মতিঝিল থানার অধীন ধলপুরে অবস্থিত ধলপুর কমিউনিটি সেন্টারে দুটি ভোটকেন্দ্র। এখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬০ নম্বর ওয়ার্ডের পাঁচ হাজার ৯৬৩ জন পুরুষ ভোটার রয়েছেন। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ধলপুর কমিউনিটি সেন্টারে কতজন ভোট দিয়েছেন সে হিসাব তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। </p> <p>এই দুই কেন্দ্রে কম বয়সী ও তরুণ ভোটারদের বেশি দেখা গেছে। পাশাপাশি শীতের সকালে আড়মোড়া ভেঙে বয়স্ক ভোটাররাও এসেছেন। ভোট দিয়ে ৬৬ বছর বয়সী আব্দুল রফিক বলেন, ‘সব মিলাইয়া ১৫-২০ মিনিট লাগছে ভোট দিতে। কোনো সমস্যা হয় নাই। আমার পরিবারের আরো চার-পাঁচজন‌ও সকালে বাইর হ‌ইছে ভোট দিতে। এটার (ভোট দেওয়া) মধ্যে একটা আনন্দ আছে।’</p> <p>ডেমরা থানায় অবস্থিত যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজে মোট ছয়টি বুথে মোট ভোটার ১৬ হাজার ৭৫২ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮ ও ৫০ নম্বর ওয়ার্ডের ভোটাররা এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। এরমধ্যে মহিলা বুথ দুটি। </p> <p>রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুলে ৬০ বছর বয়সী বাচ্চু মিয়া ক্র্যাচে ভর দিয়ে এসেছেন ভোট দিতে। কষ্ট করে কেন ভোট দিতে এসেছেন জানতে চাইলে কালের কণ্ঠকে বলেন, ‘আমার ভোটের একটা দাম আছে না? না দিলে খুঁতখুঁতি থাকবে। তোমার কাকিও (নিজের স্ত্রীকে দেখিয়ে) ভোট দিছে। কোনো সমস্যা হয় নাই।’ </p> <p>পোলিং এজেন্টরা কেউ কেউ বলছেন বিএনপি না থাকার কারণে ভোটার উপস্থিতি কম হচ্ছে। ঈগল মার্কার পোলিং এজেন্ট তারিকুল ইসলাম ভোটের পরিবেশ সম্পর্কে বলেন, ‘আলহামদুলিল্লাহ সব ভালো। কিন্তু ভোটার কম।’</p> <p>যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ভোটের পরিবেশ সকাল থেকেই শান্ত আছে। সব কিছু ঠিকঠাক আছে। সকালে ভোটার কম ছিল। এখন (বেলা ১২টায়) কিছু বেড়েছে। </p> <p>এই কেন্দ্রে ভোট দেন নাসরিন আক্তার। তিনি বলেন, ‘ভোট দিছি। ভোটার অনেক কম, তাই কোনো গ্যাঞ্জাম‌ও নাই।’ </p> <p>দুপুর ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী আইডিয়ালের দুটি নারী বুথে ভোট পড়েছে যথাক্রমে ৫.১ শতাংশ ও ১০ শতাংশ। অন্যদিকে চারটি পুরুষ বুথে ভোট পড়েছে ১১.৫, ১০, ১৩.৩ ও ১২.৪ শতাংশ। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার ৬৮৩টি। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৪৫০ ও মহিলা ভোটার ২৩৩ জন। </p> <p>ঢাকা দক্ষিণের ডেমরা ও মতিঝিল থানার ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে মোট ভোটার চার লাখ ৯০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫১ হাজার ৫১৭ জন, মহিলা ভোটার দুই লাখ ৩৯ হাজার ২৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। </p> <p>এই আসনে মোট প্রার্থী ১৩ জন হলেও মূলত তিন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে হারুনর রশীদ মুন্না, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল ও ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রগুলো ঘুরে এই তিন প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া বাকি ১০ প্রার্থীর কোনো পোলিং এজেন্ট দেখা যায়নি।</p>