<p>বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোট দিয়েছেন। তবে নিজের প্রতীকে ভোট দিতে পারলেন না তিনি। কারণ তিনি বগুড়া-৬ (সদর) আসনের ভোটার। এ কারণে নিজের ভোটটি তিনি দিলেন অন্য প্রার্থীকে। আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।</p> <p>ভোট দিয়ে হিরো আলম বলেন, ‘আমি বগুড়া-৪ আসনের প্রার্থী হলেও ভোটার বগুড়া-৬ আসনে। এই দুটি আসনই পাশাপাশি। নিজেকে ভোট দিতে না পারলেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি, এজন্য ভালো লাগছে। নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে। তবে ভোটার উপস্থিতি কম৷’</p> <p>তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। যদি কারচুপি হয় তাহলে সেখানে আর কিছু বলার নেই।’</p> <p>হিরো আলম বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে ভোটের মাঠে তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ নৌকা প্রতীকে জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন ও বিএনপির সাবেক চার বারের এমপি এবার ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরো চারজন।</p>