<p>প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিয়ে নিজের ভোট প্রদান করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর ও লাঙল প্রতীকের এজাজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলামসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।</p> <p>এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনের ২৩৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে প্রতিটি কেন্দ্রেই পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে জানিয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। </p> <p>নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে জেলায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলার দুটি আসনে মোট ভোটারসংখ্যা পাঁচ লাখ ৫৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৭২ হাজার ৩৯৮ জন এবং পুরুষ দুই লাখ ৮১ হাজার ৬৬০ জন। ঝালকাঠির দুটি আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। </p> <p>এর মধ্যে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমরসহ আটজন এবং ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ তিনজন প্রার্থী রয়েছেন। দুটি আসনে ২৩৭ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ।</p>