<p>বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, কেউ যেন বাংলাদেশের মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখতে না পারে তাই আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে। কারণ ভোট আমাদের নাগরিক অধিকার, ভোট আমাদের মৌলিক অধিকার। ছাত্রলীগকে সজাগ থাকতে হবে, এক সাথে কাজ করতে হবে। নৌকায় ভোট দিন। এই ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।</p> <p>আজ শনিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p>এ সময় সাদ্দাম আরো বলেন, ছাত্রলীগের লড়াই দুটো। ৭ জানুয়ারি যেমন নৌকার পক্ষে ব্যালট বিপ্লব হবে, একই সাথে গণতন্ত্রের পক্ষে ব্যালট বিপ্লব হবে। গণতন্ত্রের শত্রু, আগুন সন্ত্রাসের হোতা ও বিদেশি দালালদের পরাজিত করে আমরা নৌকাকে বিজয়ী করব।</p> <p>উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন হাবিব খান মানিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।</p>