<p>৮ বছর ধরে পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র সদস্য মো. সাহেদ হোসাইন ওরফে সাকেরকে (৩৬) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। চট্টগ্রাম হালিশহর থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গেগ্রপ্তার করে এটিইউ।</p> <p>আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।</p> <p>তিনি বলেন, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি হিযবুত তাহরীরের পক্ষে প্রকাশ্যে প্রচার চালানোর সময় চট্টগ্রামের কোতোয়ালি থানার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে মো. সাহেদ হোসাইন ওরফে সাকেরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের প্রচারণায় ব্যবহৃত বিভিন্ন উগ্রবাদী ব্যানার ও লিফলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে সিএমপি কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।</p> <p>ব্যারিস্টার মাহফুজুল আলম বলেন, ২০১৫ সালে সাহেদ হোসাইন ওরফে সাকের জামিনে এসে আত্মগোপন যান। এরপর দীর্ঘ ৮ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পুনরায় হিযবুত তাহরীরের কার্যক্রমে যোগ দেন। দীর্ঘদিন আদালতে অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।</p> <p>গোয়েন্দা তথ্য ও নিজস্ব নজরদারির মাধ্যমে ৮ বছর ধরে পলাতক আসামি সাহেদ হোসাইনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।</p>