<p style="text-align: justify;">সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align: justify;">আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align: justify;">প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও আগামীকাল রবিবারের অবরোধ সফল করতে আসর নামাজের পর বন্দর বাজার জামে মসজিদ এলাকায় লিফলেট বিতরণ করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ এমদাদ হোসেন চৌধুরী ও মুমিনুল ইসলম মুমিনকে গ্রেপ্তার করে। এসময় দলের নেতাকর্মীরা এমাদাদকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও সফল হননি।</p> <p style="text-align: justify;">সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেলে বন্দরবাজার এলাকা থেকে এমাদাদ হোসেন চৌধুরী ও মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করা হয়েছে।’</p>