<p>কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে দুই বো‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহতরা হ‌লো ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩)।</p> <p>গতকাল সোমবার সন্ধ‌্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে। তারা ওই গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে ও সম্পর্কে চাচাতো বোন।</p> <p>নিহ‌তদের পরিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার বি‌কে‌লে ফারজানা ও লুফা ম‌নি বা‌ড়ির উঠা‌নে খেল‌তে‌ছিল। এ সময় সবার অজা‌ন্তে বা‌ড়ি‌র পা‌শে পুকু‌রে ডু‌বে নি‌খোঁজ হয় তারা। প‌রে তা‌দেরকে‌ খোঁজাখুঁজি ক‌রেও ব‌্যর্থ হয় স্বজনরা। এক পর্যা‌য়ে সন্ধ‌্যায় বা‌ড়ি‌র পা‌শে পুকু‌রে ফারজানার জামা ভাস‌তে দে‌খে স্থানীয়‌দের সহ‌যোগিতায় ওই পুকুর থে‌কে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করা হয়।</p> <p>রাজারহাট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘দুই শিশুর মৃত‌্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ প‌রিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’</p>