<p style="text-align: justify;">দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর একাংশ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী। স্বামী বি এম কবিরুল হক মুক্তি এই আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। </p> <p style="text-align: justify;">আজ রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও স্বামীর বিপক্ষে স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করেননি। এই আসনে আরো যারা প্রার্থী হিসেবে থাকছেন তারা হলো— জাতীয় পার্টির মো.মিল্টন মোল্যা , ওয়ার্কার্স পাটির মো.নজরুল ইসলাম, তৃণমূল বিএনপি’র শ্যামল চৌধুরী, জাতীয় পার্টি-জেপির শামিম আরা পারভীন (ইয়াসমীন)।</p> <p style="text-align: justify;">নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা’র প্রতিদ্বন্দ্বি হিসেবে থাকছেন জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, ওয়ার্কার্স পাটির শেখ হাফিজুর রহমান, গণফ্রন্ট এর লতিফুর রহমান, ইসলামী ঐক্যজোট-আই ও জে মো. মাহাবুবুর রহমান, এনপিপির মো. মনিরুল ইসলাম। এই আসন থেকে জাকের পার্টির মো. মিজানুর রহমান ১৭ ডিসেম্বর দুপুরে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।</p> <p style="text-align: justify;">এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির এর প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেছেন বলে জানা গেছে। </p> <p style="text-align: justify;">জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেবল নড়াইল-২ আসনের জাকের পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেছেন। নড়াইল-১ আসনে ৬ এবং নড়াইল-২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।</p> <p style="text-align: justify;">স্বামীর বিরুদ্ধে নিজে প্রার্থী থাকার বিষয়ে কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক বলেন, এ বিষয়ে এখন কোনো কথা বলবো না, যা বলার ১৯ তারিখে আপনাদের সকলকে ডেকে জানাবো।</p>