<p>বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ধানমন্ডি সোসাইটি। আজ শুক্রবার বিকেল ৩টায় ধানমন্ডি ৪ নম্বর ক্রিকেট একাডেমি মাঠে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনের অনুষ্ঠান শেষ হবে আজ রাত ১১টায়। আগামীকাল শনিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়ে শেষ হবে রাত ১১টায়।</p> <p>ধানমন্ডি সোসাইটি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেড-এর ডিজিটাল ওয়ালেট ‘পকেট’। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি টেলিভিশন নিউজ২৪, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যম।</p> <p>ধানমন্ডি সোসাইটি আয়োজিত দুই দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধায় প্রথম দিনে ছিল চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের জন্য খেলার আয়োজন। বিকেল তিনটায় মেলার উদ্বোধন করা হয় এরপর সাড়ে ৪টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত করা হয়। একই দিন বিকেলে ধানমন্ডির উন্নয়ন, নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে কাজ করা ধানমন্ডি সোসাইটির কার্যনির্বাহী কমিটি ও জোনাল কমিটির পরিচিতি এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।</p> <p>সন্ধ্যায় শুরু হয় নৃত্যানুষ্ঠান (বাফা)। এ ছাড়া নাটিকা (ডান্ডি লায়ঞ্জ), সঙ্গীতানুষ্ঠান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র এবং ব্যান্ড সঙ্গীত (লিসান) উপস্থিত অতিথিদের নজর কেড়েছে। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে রয়েছে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে চলবে বিজয় মেলাও।</p> <p>ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী  বিজয় মেলা ও সাস্কৃতিক সন্ধার আয়োজন করতে পেরে সংগঠনটি আনন্দিত। বছরব্যাপী বিভিন্ন জাতীয় উৎসব পালনেই ধানমন্ডি সোসাইটির কার্যক্রম সিমাবদ্ধ নয় বরং জাতীয় উৎসব শ্রদ্ধার সঙ্গে পালনের পাশাপাশি ধানমন্ডিতে বসবাসরত বাসিন্দাদের কিভাবে নিরাপদ ও সুস্থ্য জীবন দেওয়া যায় সেজন্য নিরলস কাজ করে যাওয়া হচ্ছে। মাদক, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা, যাজনট নিরসনে সবাইকে নিয়ে কাজ করাসহ পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে নিয়মিত কার্যক্রম চলছে।</p> <p>সংগঠনটি বিজয় দিবসের অনুষ্ঠান বাস্তবায়নে প্লাটিনাম স্পন্সর হিসেবে পাশে থাকায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেড-এর ডিজিটাল ওয়ালেট ‘পকেট’ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সংঙ্গে আয়োজনে গোল্ড স্পন্সর আনোয়ার গ্রুপ এবং আনোয়ার ল্যান্ডমার্কসহ সকল স্পন্সর ও মিডিয়া সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন।</p>