<p style="text-align: justify;">নড়াইলে মোমবাতি জ্বালিয়ে ও গণসংগীত গেয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। </p> <p style="text-align: justify;">বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এ সময় মঞ্চে গণসংগীত পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা। </p> <p style="text-align: justify;">একই সময়ে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহদী হাসান, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, রাবেয়া ইউসুফ প্রমুখ। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলে।</p>