<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটে ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে একযোগে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। </p> <p>পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী বদলি হওয়া তালিকায় বাগেরহাটের ৯টি থানার মধ্যে ৭টি থানার ওসি রয়েছেন। অফিস আদেশ হাতে পেলে দ্রুত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রিলিজ করা হবে বলে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান জানান।</p> <p>বাগেরহাটের যে সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়ছে তাঁরা হলেন- বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলামকে মোংলায়, শরণখোলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেনকে চিতলমারীতে, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমানকে বাগেরহাট সদর থানায়।</p> <p>এছাড়া মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীনকে মোরেলগঞ্জে, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম কামরুজ্জামানকে শরণখোলায়, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশকে রামপালে এবং রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলমকে মোল্লাহাট থানায় বদলি করা হয়।</p> <p>বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান আজ শুক্রবার জানান, পুলিশ সদর দপ্তর থেকে একযোগে ৩৩৮ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ি বাগেরহাটের সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। বদিলর আদেশ হাতে পাওয়ার পর দ্রুত তাদের রিলিজ করা হবে।</p>