<p style="text-align: justify;">পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় যুব সংহতির সদস্যসচিব মামুনুর রশীদ সরদারের মাছের ঘের থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের মধ্য ভাণ্ডারিয়া মহল্লার সরদারপাড়া এলাকার ওই ঘেরের গুদামঘর থেকে ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। </p> <p style="text-align: justify;">ভাণ্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর মামুনুর রশীদ সরদারসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাছের ঘেরে অস্ত্র ও গুলি মজুদ রাখার কথা জানান মামুন। পরে রাতেই পুলিশ তাঁকে নিয়ে মাছের ঘেরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।</p> <p style="text-align: justify;">এ ঘটনায় ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক মো. জসীম উদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।</p> <p style="text-align: justify;">চলতি বছরের ১৭ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় দক্ষিণ শিয়ালকাঠি মেডিক্যাল মোড়ে আওয়ামী লীগের কার্যালয়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে। </p> <p style="text-align: justify;">গ্রেপ্তার মামুনুর রশীদ সরদার পৌর শহরের মধ্য ভাণ্ডারিয়া মহল্লার সরদারপাড়ার জয়নাল সরদারের ছেলে। তিনি জাতীয় যুব সংহতির উপজেলা শাখার সদস্যসচিব।</p> <p style="text-align: justify;">ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, গ্রেপ্তার মামুনুর রশীদ সরদারের বিরুদ্ধে কয়েটি মামলা রয়েছে। পুরনো মামলায় গ্রেপ্তারের পর তাঁর ঘেরে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।</p>