<p>জেলার ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে চমক দেখিয়েছে আওয়ামী লীগ। সেখানে পুলিশের সাবেক এক কর্মকর্তার জায়গায় আরেক সাবেক পুলিশ কর্মকর্তাকে মনোনয়ন দিয়েছে দলটি।</p> <p>কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবার দলীয় মনোনয়ন পাননি। তাঁর বদলে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলা এবং বিডিআর বিদ্রোহ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কাহহার আকন্দ।</p> <p>কটিয়াদী আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সংসদ সদস্য নূর মোহাম্মদ কখনো জনপ্রতিনিধি হতে পারেননি। প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষের সঙ্গে তাঁর আচরণ পুলিশের মতোই ছিল।’</p> <p>পাকুন্দিয়ার আরেক আওয়ামী লীগকর্মী বলেন, ‘এক পুলিশের বদলে আরেক পুলিশকে মনোনয়ন দিয়েছে দল। রাজনীতিকদের দলীয় মনোনয়ন দিতে ব্যর্থ হয়েছে আমার দল, এটি খুবই হতাশাজনক।’</p> <p>আজ রবিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে নূর মোহাম্মদ বলেন, ‘বর্তমানে কেন্দ্রীয় বা স্থানীয় পর্যায়ে তোয়াজ করে যেভাবে রাজনীতি করতে হয়, সেটা আমি করতে পারিনি। এর পরও মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস ছিল। না পেয়ে বিস্মিত হয়েছি। আমার বলার কিছু নেই। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি।’</p> <p>অন্যদিকে করিমগঞ্জ-তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনে গত তিনটি নির্বাচনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি হয়ে আসছেন। কখনো মহাজোটের ব্যানারে, কখনো বা আওয়ামী লীগের ছাড়ে তিনি এমপি হয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে অনেক আক্ষেপ ও হতাশা ছিল। করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ গত তিনটি নির্বাচনে প্রথমে দলীয় মনোনয়ন পেলেও পরে বৃহত্তর স্বার্থে তাঁকে বসিয়ে দেওয়া হয়। এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।</p> <p>আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ঘোষিত প্রার্থীকে যদি শেষ পর্যন্ত বসিয়ে না দেওয়া হয়, তাহলে এখানে আওয়ামী লীগকে হারাতে পারবেন না জাতীয় পার্টির কোনো প্রার্থী।</p> <p>এ বিষয়ে নাসিরুল ইসলাম খান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে। তাই মনে করি, আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের আর লাঙল মার্কায় ভোট দিতে হবে না। নৌকায় ভোট দিতে না পারার দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভ এবার দূর হবে।’</p>