<p>শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনেরা। এসময় শ্রদ্ধা জানান সেদিনের ঘটনায় আহত শ্রমিকরাও। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্প পুলিশ সদস্যরা।</p> <p>আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানান। </p> <p>এদিকে, তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন ফ্যাশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।</p> <p>উল্লেখ্য, ২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন পোশাক কারখানার অগ্নিকাণ্ডে অন্তত ১১৭ জন শ্রমিক প্রাণ হারান ও আহত হন কয়েক শতাধিক শ্রমিক।</p>