<p>জয়পুরহাট ১ এবং ২ সংসদীয় আসনে দলীয় মনোনয়নের জন্য ১৭ জন প্রার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে জয়পুরহাট ১ আসনে ১৪ জন এবং ২ আসনে হেভিওয়েট প্রার্থীসহ তিনজন।</p> <p>জয়পুরহাট-১ আসনের প্রার্থীরা হলেন- বর্তমান সাংসদ সামছুল আলম দুদু, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাবেক সাংসদ মাহফুজা মন্ডল রিনা, পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.ই.এম মাসুদ রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, যুবলীগ নেতা তৌফিদুল ইসলাম বুলবুল ও শফিকুল ইসলাম চৌধুরী।</p> <p>জয়পুরহাট-২ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য তাজমহল হীরক।</p> <p>জয়পুরহাট ১ আসনে আওয়ামী লীগের ১৪ জন প্রার্থী মনোনয়ন চাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা মনোনয়ন প্রত্যাশী হওয়ায় অনেকেই হিসেব কষছেন ভিন্নভাবে। হিসেবের খাতায় দলের জেলা সভাপতি আরিফুর রহমান রকেট, বর্তমান সাংসদ সামছুল আলম দুদু, মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলীর নামও শোনা যাচ্ছে বেশ জোরে শোরে।</p> <p>অন্যদিকে জয়পুরহাট-২ আসনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবারও দলীয় মনোনয়ন পাবেন এটা প্রায় নিশ্চিত হলেও এবারই প্রথম মনোনয়ন প্রত্যাশী হয়েছেন গোলাম মাহফুজ চৌধুরী অবসর। হুইপের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি তার অনুসারীদের নিয়ে গনসংযোগ করে এবারই প্রথম মাঠে নেমেছেন। তবে হুইপের নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি দলীয় ঐক্যের কারণে নেতা-কর্মীরা মনে করেন এ আসনে হুইপের কোনো বিকল্প নেই।</p> <p>জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জেলার দুটি আসনে মোট ১৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নিজের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, ‘কে পাচ্ছেন দলীয় মনোনয়ন সেটা আজকেই জানা যাবে।’</p>