<p>ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (২২ নভেম্বর) বিকেলে ট্রেনে কাটা পড়ে মো. আরিফ (২০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। বিকেল পৌনে চারটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন আরিফ। তিনি উপজেলার বগাবাড়ি এলাকার আকবর আলী খানের ছেলে।</p> <p>আখাউড়া রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গঙ্গানগর রেললাইন এলাকায় অতিক্রম করার সময় আরিফ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।</p> <p>পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, আরিফ মানসিক রোগী। দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসা চলছিল। ঘটনার কিছু সময় আগে বাসা থেকে বের হয়ে গঙ্গানগর রেললাইনে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আরিফ মারা যায়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আরিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।</p>