<p style="text-align: justify;">সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার গেইটে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় তাঁর বাসভবনের প্রধান ফটকে একাধিক বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।</p> <p style="text-align: justify;">সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিন জনের একটি দল এ বিস্ফোরণ ঘটায়। আরিফুল হক ওই সময় বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি বাসায় পৌঁছান। </p> <p style="text-align: justify;">বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিন জনের একটি দল বাসার সামনে আসে। এদের মধ্যে দুইজন তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বাকি একজন সে ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরে তারা চলে যায়।<br />  <br /> এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মেয়র আরিফ। এ সময় তিনি বলেন, ‘আমি বাসার বাইরে ছিলাম। আমার স্ত্রী মোবাইল ফোনে চিৎকার দিতে দিতে বলেন-আমাদের বাসার সামনে কে বা কারা ককটেল চার্চ করেছে।’<br />  <br /> তিনি বলেন, ‘বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই জন ককটেল মারছে, আরেকজন মোবাইলে তা ধারণ করছে। অথচ আমার বাসার সামনের গলির মুখে সারাদিন পুলিশের সদস্যরা বসে থাকেন। এখন মনে হচ্ছে বাচ্চাকাচ্চা নিয়ে বাড়িতে নিরাপদে থাকার মতো না।’</p> <p style="text-align: justify;">সিলেটে এরকম পরিবেশ কখনই ছিল না জানিয়ে তিনি বলেন, ‘এভাবে নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা কখনই সিলেটে ঘটেনি। আমার আসলে কিছু বলার নেই। নগরবাসীর কাছে আমি বিচার দিলাম-আমার কি অপরাধ। আমি বাচ্চাকাচ্চা নিয়ে ঘরে থাকতে পারছি না।’</p> <p style="text-align: justify;">পুলিশ প্রকৃত দায়ীদের দ্রুত শনাক্ত ও আটক করবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘যেহেতু ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। আমাদের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর। আমি বিশ্বাস করি যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দ্রুত এদের ধরতে পারবেন।’</p> <p style="text-align: justify;">এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনার পর অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি। যখন বাসায় এসে হামলা করবে তখন নিরাপদ কিভাবে ভাবব?’ </p> <p style="text-align: justify;">তাকে টার্গেট করেই এমন ঘটনা ঘটানো হয়েছে জানিয়ে মেয়র আরিফ বলেন, ‘আমি মনে করি আমাকে টার্গেট করে করা হয়েছে। আমি হতভম্ব। তবে আমি মনে করি সিলেটের মানুষের কাছ থেকে একটা প্রতিবাদ হওয়া উচিত। যেখানে আমিই আমার বাসায় নিরাপদ নয় সেখানে নগরের কেউই আসলে নিরাপদ নয়।’</p> <p style="text-align: justify;">ঘটনার কিছুক্ষণ পরই সেখানে হাজির হন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, ‘রাত ৮টা ২৭ মিনিটে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মাধ্যমে খবর পাই তাঁর বাসার সামনে গেইটের কাছে দুজন দুস্কৃতিকারী তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে গেছে। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসেছি।’</p> <p style="text-align: justify;">তিনি আরো বলেন, ‘আমরা খতিয়ে দেখছি আসলে কারা ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে। আশপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা ফুটেজ সংগ্রহ করছি। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’</p>