<p>গাজীপুরের জয়দেবপুরে সীমা বেগম (৩৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। টাকার জন্য সীমাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন নিহতের ছোট বোন। এ ঘটনায় মোবারক হোসেন (৩৬) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মনিপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নিহত সীমা বেগম (৩৩) পাবনা জেলার ফরিদপুর থানার ধানুয়াঘাটা গ্রামের হারুন অর রশীদ মোল্লার মেয়ে। সীমা বেগম মোবারক হোসেনের তৃতীয় স্ত্রী ছিলেন। </p> <p>নিহতের ছোট বোন রুমা জানান, মনিপুর নামাপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে মোবারক হোসেনের সঙ্গে এক বছর আগে সীমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে নগদ টাকা দাবি করতেন মোবারক। টাকা না দিলে সীমাকে মারধর করতেন তিনি। ঘটনার দিন শনিবার সীমার ওপর দিনভর দফায় দফায় চলে অমানবিক নির্যাতন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন সীমা। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।</p> <p>স্থানীয়রা জানান, মোবারক হোসেন আগেও দুটি বিয়ে করেন। মারধর করার কারণে আগের স্ত্রীরা মোবারককে ডিভোর্স দিয়ে চলে যান। পরে মোবারক হোসেন সীমা বেগমকে বিয়ে করেন।</p> <p>এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, নিহত গৃহবধূর স্বামীকে রবিবার দুপুরে আটক করে আদালতে পাঠানো হয়েছে।</p>