<p>ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বেলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবির সমর্থনে ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন মধুখালী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।</p> <p>আজ রবিবার আয়োজিত ওই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল আলীম মানিক।</p> <p>বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব রেদোয়ান আরেফিন, কলেজ শাখার আহ্বায়ক রেজোওয়ান হাসান রুমানসহ অনেকে</p>