<p>দিনাজপুরের ফুলবাড়ীতে দুটি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর (বাঙ্গালীপাড়া) গ্রামের ফয়েজের ছেলে নায়েব আলী (৪৫) ও তার সহকারী একই গ্রামের মকবুলের ছেলে শফিউল।</p> <p>পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাকা পাংচার হয়। পেছনে থাকা একটি ধানবাহী ট্রাক তখন সেটিকে ধাক্কা দেয়। এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মুরগিবোঝাই পিকআপ ভ্যান ওই ধানবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়।</p> <p>সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।</p>