<p>বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ ১০ জন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে সিএনবির এক নম্বর পুলে অবরোধের সমর্থনে মিছিল করার সময় তাদের আটক করা হয়।</p> <p>আটককৃত অন্যরা হলেন- বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা যুবদলের মো. কিরণ। তবে অপর পাঁচজনের নাম প্রকাশ করেনি পুলিশ।</p> <p>বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, সিএনবির পুল ও নবগ্রাম রোডে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধের সমর্থনে তারা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটিয়েছিল। তারা ভাঙচুরে উদ্যত হলে পুলিশ তাদের আটক করে। </p> <p>আনোয়ার হোসেন আরো বলেন, তাদের কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে।</p>