<p style="text-align: justify;">বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের অতীত অপকর্ম মানুষ ভুলে যায়নি। তারা আগেও সরকার হটানোর নামে রাজধানীসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। এবার সেই সুযোগ দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগও মোকাবেলা করবে।’</p> <p style="text-align: justify;">আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।</p> <p style="text-align: justify;">দীপু মনি বলেন, ‘নতুন শিক্ষানীতি নিয়ে বিএনপি-জামায়াত অপ্রচার চালাচ্ছে। তাই গুজবে কান না দিতে সবাইকে সতর্ক থাকতে হবে।’ </p> <p style="text-align: justify;">মন্ত্রী বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই ডান-বাম মিলিয়ে সরকারবিরোধীরা এখন গুজব এবং অপপ্রচার চালাচ্ছে।’</p> <p style="text-align: justify;">বিএনপির সমাবেশ প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তবে এবারও যদি ঠিক তা-ই হয়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা মোকাবেলা করবেন।’</p> <p style="text-align: justify;">এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।</p>