kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

মা-মেয়েসহ কমলগঞ্জে তিনজন করোনায় আক্রান্ত

কমলগঞ্জ প্রতিনিধি   

৪ জুন, ২০২০ ০১:২৬ | পড়া যাবে ১ মিনিটেমা-মেয়েসহ কমলগঞ্জে তিনজন করোনায় আক্রান্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে মা-মেয়েসহ নতুন আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে করোনায় আক্রান্ত আরো তিনজন দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন। আজ বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষার ফলাফলে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের উত্তর তিলকপুর শব্দকর পাড়ায় মা ও মেয়ে এবং মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সঙ্গে পূর্বে করোনায় আক্রান্ত পৌর এলাকার নছরতপুর গ্রামের এক বৃদ্ধ, উত্তর তিলকপুর গ্রামের শব্দকর পাড়ার একজন ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের এক শ্রমিক সন্তানের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলা মোট করোনায় আক্রান্ত হলেন ২৭ জন।

কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া জানান, বুধবার রাতে কমলগঞ্জে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে তিনজন ও পুরাতন তিনজনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা