kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০১৯ ২২:০৩ | পড়া যাবে ১ মিনিটেনজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী হায়দার আলী খান রনি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাহাত তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ক্লাবটির সাবেক সভাপতি অমিত হাসান রনি ও সাধারণ সম্পাদক সালমান আল মামুন এবং উপদেষ্টা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক চন্দন কুমার পাল এর উপস্থিতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আজম ও মুনমুন সরকার, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ ও সিদ্দিকুল করিম শামিম।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ফোকলোর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া ইসলাম ভাবনা।

মন্তব্যসাতদিনের সেরা