kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

আগুনে পুড়ে গেল কেইপিজেডের ব্যাম্বো হাউস

হুমায়ূন কবির শাহ্ সুমন, কর্ণফুলী   

২৬ আগস্ট, ২০১৯ ০৯:০৪ | পড়া যাবে ১ মিনিটেআগুনে পুড়ে গেল কেইপিজেডের ব্যাম্বো হাউস

কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) ব্যাম্বো হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাম্বো হাউসটি পুড়ে গেছে।

গতকাল রবিবার রাত প্রায় ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন কর্ণফুলীর থানার বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরির্দশক মোহাম্মদ পারভেজ।

তিনি বলেন, রবিবার রাত আনুমানিক ১১টার দিকে আনোয়ারার অবস্থিত কোরিয়ান ইপিজেড এলাকায় ব্যাম্বো হাউসে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমরা ছুটে আসি।

আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাম্বু হাউস পুড়ে গেছে ও ক্ষয়-ক্ষতি হয়েছে।

আগুন লাগার আগে সেই ব্যাম্বো হাউসের দৃশ্য

মন্তব্যসাতদিনের সেরা