kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

রংপুর সদর আসন

আ. লীগ প্রার্থীকে জয়ী করতে নানকের আহ্বান

রংপুর অফিস   

২০ জুলাই, ২০১৯ ২২:৫৩ | পড়া যাবে ২ মিনিটেআ. লীগ প্রার্থীকে জয়ী করতে নানকের আহ্বান

সদ্য শূন্য হওয়া রংপুর সদর আসনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, রংপুর সদর-৩ শূন্য আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে যুবলীগের সব নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে যুবলীগ রংপুর মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আগামী বছর পালিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। যে নতুন নেতৃত্ব আসবেন, সে নতুন নেতৃত্বকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার দায়িত্ব নিয়েই আসতে হবে। যুবলীগে যাঁরা নতুন নেতৃত্বে আসবেন তাঁদের সবাইকে সেই কঠিন দায়িত্ব নিয়ে আসতে হবে।

দুপুর সাড়ে ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে দেন বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ কেন্দ্রীয় যুবলীগের নেতারা। 

সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুবলীগের আহ্বায়ক এ বি এম সিরাজুম মনির বাশার। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান।

মন্তব্যসাতদিনের সেরা