<p style="text-align: justify;">চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদের সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দরকার। আমি সব সময় ভালো ও সুন্দরের পক্ষে আছি। আমাকে সুন্দর ও ভালো কাজে সব সময় পাবেন। আমি মনে করি, সুস্থধারা নির্মাণের জন্য ইতিবাচক মনোভাবের প্রভাব অনেক বেশি।</p> <p style="text-align: justify;">মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে আগোরা আউট লেটে আরিফ অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সৌল ও মেঘালয় টি-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে এসব কথা বলেন তিনি ।  </p> <p style="text-align: justify;">অনুষ্ঠানে আগোরা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার নুরী বোরহান বলেন, আগোরা দেশে ২০০১ সালে চেইন শপ হিসেবে কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত এটির ২১টি আউটলেট রয়েছে। </p> <p style="text-align: justify;">আরিফ অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজের হেড অব সেলস রঞ্জন কুমার সাহা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের হেড অব অপারেশন্স মো. রেজাউল করিম, মিডিয়া ম্যানেজার সৈয়দ আলী আহসানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। </p> <p style="text-align: justify;">অপু বিশ্বাস কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। তিনি আগোরা ও আরিফ ইন্ডাস্ট্রিজের বিভিন্ন পণ্য ঘুরে ঘুরে দেখেন। এসময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।  </p> <p style="text-align: justify;">অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, সাংবাদিকদের সব সময় সঠিক তথ্য দিতে হয়। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তাদেরকেও ভালো বিষয় তুলে ধরতে হবে। কারণ সুস্থধারা তৈরির জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই।</p> <p style="text-align: justify;">অপু বিশ্বাস বলেন, আমি ১৭ বছর ধরে চলচ্চিত্র জগতে আছি। এই খাতের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু উদ্যোগ নিয়েছেন। তিনি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদানও দিচ্ছেন। যদিও কিছু ক্ষেত্রে অনুদানের অর্থের সদব্যবহার হচ্ছে না। </p> <p style="text-align: justify;">তিনি বলেন, আরিফ অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সৌল ও মেঘালয় টি গুণে ও মানে ভালো। আমি চা পছন্দ করি। গুণগত মানের পণ্য কিনলে কেউ ঠকবে না।</p>