<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। </p> <p>বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানার পুলিশ।</p> <p>আটক শিক্ষার্থীরা হলেন, হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন।</p> <p><strong>আরো পড়ুন</strong></p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আবাসিক হলে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726742188-39489f7ed6947912cb5dd510f05d7d94.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আবাসিক হলে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/09/19/1426922" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক যুবক। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার মা-বাবা কেউ বেঁচে নেই। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাবির হলে পিটিয়ে হত্যা: মামলা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726731600-f926e4ec80749356f574acf959e9d063.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাবির হলে পিটিয়ে হত্যা : মামলা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/09/19/1426884" target="_blank"> </a></div> </div> <p>মূলত মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে ঘটে এ হত্যাকাণ্ড ঘটে। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন ৬টা হ্যান্ডসেট চুরি হয়ে যায়। রাত ৮টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাবিতে সিন্ডিকেট সদস্যদের পদত্যাগের দাবিতে মানববন্ধন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/12/1726147569-3515677305470cf338711821a36cddad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাবিতে সিন্ডিকেট সদস্যদের পদত্যাগের দাবিতে মানববন্ধন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/09/12/1424774" target="_blank"> </a></div> </div> <p>এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা চলছে।</p>