<p style="text-align:justify">ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলছে অনলাইন শিক্ষা প্ল্যাটফরম টেন মিনিট স্কুল।</p> <p style="text-align:justify">গতকাল সোমবার (১২ আগস্ট) দিনগত রাত ১২টার পর টেন মিনিট স্কুলের ফেসবুক পেইজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। </p> <p style="text-align:justify">পোস্টে বলা হয়, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন সেন্টারের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে আবারও। যেকোনো পরিস্থিতিতে পড়ালেখা নিয়ে তোমাদের সাপোর্ট দিতে আমরা প্রস্তুত। </p> <p style="text-align:justify">এর আগে গত ২ আগস্ট মধ্যরাতে প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে জানিয়েছিল, পরদিন ৩ আগস্ট থেকে টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।</p> <p style="text-align:justify">এর আগে গত ১৬ জুলাই টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে একই ঘোষণা দেন। </p> <p style="text-align:justify">টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছিলেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’</p> <p style="text-align:justify">২০১৫ সালে অনলাইন শিক্ষাপ্ল্যাটফরম হিসেবে যাত্রা শুরু করে টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠানটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করে থাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করে। বর্তমানে টেন মিনিট স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট থেকে প্রতি মাসে এক কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।</p>