<p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাব ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে বলে জানা গেছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টা থেকে চলমান এ সংঘর্ষে এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ছয়জনকে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল ৫টার দিকে শহীদ মিনার ও রেজিস্ট্রার ভবনের মাঝামাঝি সড়কে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর ও পদার্থবিজ্ঞান বিভাগের সামনে অবস্থান করছিলেন। সেখান থেকে পুলিশ শিক্ষার্থীদের সরাতে প্রথমে ধাওয়া করে। পরে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়তে থাকে।</p> <p>আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা জড়ো হয়ে মিছিলে স্লোগান দিচ্ছিলেন। পরে দুপুর ১২টা থেকে তাদের মুখোমুখি দাঁড়ায় পুলিশ। তাদের পক্ষ থেকে কোনো ধরনের উসকানি ছাড়াই ৫টার পর পুলিশ তাদের ওপর হামলা শুরু করে।</p> <p>এ বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে শিক্ষার্থীরা হল না ছাড়লে আমি কোনো দায় নেব না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমার পক্ষে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হবে না।’</p>