<p>কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।</p> <p>আজ বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা জানাজায় অংশ নেন। এ সময় সিলেটের লিডিং ইউনিভার্সিটি, নর্থ-ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইঞ্জিনিয়ারিং, হবিগঞ্জ সরকারি কলেজ এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, নার্সিং কলেজ, মেজরটিলা স্কলারসহোম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মতি জানান।</p> <p>জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় আমার ভাইদের হত্যা করা হয়েছে। আমাদের ভাইদের ওপর কেউ হামলা করবে তা আমরা কোনোভাবে মেনে নেব না।’</p>