<p style="text-align:justify">রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুরে। তার বাবার নাম মকবুল হোসেন। </p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। তারা শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান।</p> <p style="text-align:justify">ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। পুলিশের বুলেটের আঘাতে নিহত হন আবু সাঈদ।</p> <p style="text-align:justify">এর আগে গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আবিবের পোস্ট ফেসবুকে শেয়ার করেন আবু সাঈদ। পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘যদি আজ শহিদ হয় তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন৷ একজন পরাজিতের লাশ কখনো তার মা-বাবা গ্রহণ করবে না৷’</p> <p style="text-align:justify"><img alt="আবু সাঈদের ফেসবুক পোস্ট" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/Untitled-1.gif" width="1000" /></p>