<p style="text-align: justify;">জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বুধবার। কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত।</p> <p style="text-align: justify;">গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p style="text-align: justify;">বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে ২৬ জুন বুধবার দুপুর ১২টা থেকে ২৮ জুন শুক্রবার সকাল ১০টার মধ্যে অনলাইনে পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে।</p>