<p style="text-align: justify;">এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে সব বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। </p> <p style="text-align: justify;">প্রকাশিত ফলে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১২৭ জন। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩৪৪ জন। মোট ফল পরিবর্তন হয়েছে দুই হাজার ৭২৩ জনের। এই বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে ৭০ হাজার ১২৯ জন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1396677"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেউ দ্যাখে না একলা মানুষ" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/11/1718095919-5a32696612a54098f2f0d9ff3ec7e163.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm"><strong>কেউ দ্যাখে না একলা মানুষ</strong></p> </div> </div> </div> <strong> </strong><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/06/11/1396677" target="_blank"> </a></div> </div> <p style="text-align: justify;"> বোর্ড সূত্রে জানা গেছে, মোট এক লাখ ৭৯ হাজার ১৪৮টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে দুই হাজার ৭২৩ জনের ফল পরিবর্তন হয়েছে।</p> <p style="text-align: justify;">সদ্যঃপ্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন। প্রকাশিত ফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। গত ১৩ মে থেকে এ কার্যক্রম চলে ১৯ মে পর্যন্ত।</p> <p style="text-align: justify;">ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের কলেজে ভর্তির সংশোধনের সুযোগ দেওয়া হবে। তার পরিবর্তিত ফল অনুযায়ী তারা কলেজে ভর্তির সুযোগ পাবে।</p>