<p style="text-align: justify;">সারা দেশে ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ সহনশীল পর্যায়ে আসায় আগামী ৮ মে থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। </p> <p style="text-align: justify;">এর আগে গত ২১ এপ্রিল সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় ঢাবি কর্তৃপক্ষ।</p> <p style="text-align: justify;">সেই সময়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলবে, তবে পরীক্ষাগুলো সশরীরেই অনুষ্ঠিত হবে।<br />  </p>