<p>দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি এ ব্যবস্থাপনা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। ইউজিসিতে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা কর্মশালায় বুধবার (১৩ মার্চ) তিনি এই পরামর্শ দেন।</p> <p>ড. সাজ্জাদ বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রশাসন ব্যবস্থা চালু করতে হবে। স্মার্ট বিশ্ববিদ্যালয় ধারণা প্রতিষ্ঠা করতে হলে নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিতে গুরুত্ব দিতে হবে। স্মার্ট সিটিজেন ও স্মার্ট স্টুডেন্ট তৈরি করতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দূরদর্শী এবং বিভিন্ন সমস্যা সমাধানে সক্ষমতা থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্মার্ট প্রশাসন ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি।</p> <p>ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।</p> <p>ড. ফেরদৌস জামান বলেন, উচ্চশিক্ষাসেবা সহজ ও নির্বিঘ্ন করতে উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি র‍্যাংকিংয়ের সঙ্গে সম্পর্কিত উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ সূচকসমূহ বিশ্ববিদ্যালিয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন লক্ষমাত্রায় যুক্ত করার পরামর্শ দেন।</p>